ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

দোহারে পৌরটোলের প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা জেলার দোহার উপজেলাস্থ দোহার পৌরসভায় পৌরটোল আদায়ের নামে চাঁদাবাজীর অভিযোগে আওয়ামী মটর চালকলীগের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । অন্যদিকে পৌর কর্তৃপক্ষ বিষয়টি সড়কে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ বলে মনে করছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার জয়পাড়া কলেজ রোড ও মূল সড়কগুলোতে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আওয়ামী মটরচালক লীগ।

 

বিক্ষোভ মিছিলটি দোহার উপজেলা প্রদক্ষিণকালে দোহার থানার ওসি মোস্তফা কামাল আশ্বাস দেন তাদের এই বিষয় টি দেখবেন। এ সময় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে তিনি সতর্কতা অবলম্বন করতে বলেন।


বিক্ষোভকারীরা জানান, দোহার পৌরসভা কর্তৃপক্ষ অবৈধভাবে চাঁদা তুলছে। তারা চাঁদা তুলতে গিয়ে আমাদের লোকজনের গায়ে হাত তুলছে। আমরা দিন আনি, দিন খাই। আমাদের পেটে লাথি দিচ্ছে। সরকারের জন্য আমরা জীবনবাজী রেখে মিছিল মিটিং করি। আর এখন আমাদের উপরই চাঁদাবাজী করা হচ্ছে। আর এই চাঁদার ভাগ প্রভাবশালী একজন রাজনৈতিক নেতা এবং বাজার কমিটির একজন প্রভাবশালী ব্যাক্তি পৌরসভার সাথে যোগসাজশে তুলছে। সব টাকা পৌরফান্ডে জমা হচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।


এ বিষয়ে বিক্ষোভকারি অটোরিকশা চালক বাচ্চু মোল্লা(৩০) জানান, পৌরসভার টোলের নামে চাঁদা আদায়কারী লোক আমার কাছে গতকাল সোমবার ওয়ান ব্যাংকের সামনে থেকে টাকা চায়। আমি বলি, টাকা কেন দিব? আমি টাকা দিতে পারবো না। একথা বলার সাথে সাথে তারা আমাকে মারধর ও লাঞ্চিত করে। শুধু আমি না আরো একজনকেও তারা এমন মারধর করেছে টাকার জন্য। এখন আমাদের দাবি আমরা চুরি করে খাই না রোজগার করে খাই। আর যদি যানজটের জন্য লোক রাখা হয় তাহলে ট্রাফিক পুলিশ রাখা হোক।


এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী মটরচালক লীগ দোহার উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিপন শিকদার বলেন, আমরা কামাই করে খাই। আমরা কেনো তাদেরকে টাকা দিব? প্রয়োজনে একটা বার্ষিক লাইসেন্স ফি নিক। তারা প্রতিদিন আমাদের কাছে থেকে প্রতি অটোরিকশা বাবদ বিশ টাকা করে নেয়। এভাবে তারা অন্যায়ভাবে টাকা আদায় করে। সে জন্য আমরা এই বিক্ষোভ করেছি। যানজট নিরসন করতে হয়, তাহলে ট্রাফিক পুলিশ রাখুক। তিনি আরো বলেন, দোহার উপজেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। তারা আমাদের থেকে দুই দিনের সময় নিয়েছে। এই দুই দিনের মধ্যে যদি আমাদের দাবি না মেনে নেয়, তাহলে আমরা গাড়ি চালানো বন্ধ করে দিব এবং কোন গাড়ির চাকা আর ঘুরবে না।


এ সময় বিক্ষোভকারীরা উপজেলার মেইনরোডসহ বিভিন্ন পয়েন্ট কোন অটোরিকশা ও সিএনজি ঢুকতে দেয়নি। যে অটোরিকশা চালকরা যাত্রী নিয়ে এসেছিল, তাদেরকে গাড়ি থেকে নামিয়ে ফিরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সে সময় জনসাধারণের ব্যাপক বিড়ম্বনা সৃষ্টি হয়।


এ বিষয়ে দোহার পৌরসভার প্রকৌশলী মশিউর রহমান বলেন, মোটরচালকদের থেকে ২ দিনের সময় নেয়া হয়েছে। বিষয়টি আমরা সাংসদ সালমান এফ রহমানকে জানিয়েছি। তার নির্দেশনা অনুসারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে জনগণ আমাদের প্রতি সন্তুষ্ট। কারণ এখন মেইনরোডে কোনো জ্যাম হয় না। এছাড়া, কোন চালক যাত্রী জিম্মি করে রাখতে পারছে না। এতে, স্ট্যান্ডে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে।


এ বিষয়ে দোহার থানা ওসি মোস্তফা কামাল বলেন, আজকে আমাদের আইনশৃঙ্খলা মিটিং ছিল। আমরা এ বিষয়ে সমাধান করতে, দুই দিনের সময় নিয়েছি। বিষয়টি দুই দিনপর তাদেরকে জানাবো। এ বিষয়ে আমাদের এমপি মহোদয় সালমান এফ রহমান এর সাথে কথা বলবো তার নির্দেশনা মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ads

Our Facebook Page